প্রকাশিত: Tue, Jul 2, 2024 11:09 AM
আপডেট: Wed, Apr 30, 2025 4:34 AM

[১]প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি শুরু

ইকবাল খান: [২] সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিমের’ প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবিতে সোমবার থেকে শুরু হয় কর্মসূচি।

[৩] বিবিসি জানায়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিভিন্ন বিভাগের ক্লাসরুমগুলো ছিল বন্ধ।

[৪] একই অবস্থা দেখা গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটেও। ক্লাস পরীক্ষা বর্জন করে এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে বুয়েট শিক্ষক সমিতি। এসময় অবিলম্বে এই পেনশন স্কিম বাতিলের দাবি জানান তারা।

[৫] শিক্ষকদের পাশাপাশি ৩৫টি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছে কর্মকর্তা-কর্মচারীরাও।

 [৬] জাগোনিউজ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় আলাদা করে কোনো কর্মসূচি করছেন না আন্দোলরত শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে তারা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। 

[৭] বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক আখতারুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে কোনো আলোচনা ছাড়া এই পেনশন স্কিম চাপিয়ে দেয়ার কারণেই অচল হয়ে আছে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো। অথচ এ নিয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।”

[৮] রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, ‘আমাদের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রেখেছি। অনলাইন ক্লাস বা সান্ধ্যকালীন যে কোর্স, যেটা শুক্রবার ক্লাস হয়ে থাকে, সেটাও বন্ধ।’

[৯] খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর চাপিয়ে দেওয়া প্রত্যয় স্কিম আমরা মেনে নেবো না। এটা প্রত্যাহার করতে হবে।’

[১০] জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান ইউএনবিকে বলেন, ‘আমরা বলেছিলাম, আমাদের দাবি মানা না হলে আমরা পুরোপুরি কর্মবিরতিতে যাব। এখন পর্যন্ত আমাদের দাবি মানা হয়নি। তাই আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ সব দাপ্তরিক কাজ বন্ধ থাকবে।’